ঈদের আনন্দ উপভোগ করতে ঈদ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার হতে সাড়ে ৭ কিলোমিটার এ মিনি ম্যারাথন দৌড় হয়।
বুধবার ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৬টায় স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক) আয়োজনে এবং ডা. আজগার আলী মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দর থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ, ফ্যাশন ফ্যাক্টরির এমডি রুকুনুজ্জামান রোকন, রুপালী ব্যাংকের অফিসার আখতারুজ্জামান, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক) সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সাধারণ সম্পাদক মো. আরিফ্লু ইসলাম, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক) সকল সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, খেলোয়াড়, ছাত্রসহ শতাধিক দৌড়বিদ এ মিনি ম্যারাথনে অংশগ্রহণ করেন।
এ মিনি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন বীরগঞ্জ উপজেলার মো. হানিফ, দ্বিতীয় স্থান লাভ করেন পার্বতীপুর উপজেলার রবিউল ইসলাম এবং তৃতীয় স্থান লাভ করেন একই উপজেলার জুয়েল।
এতে রান ডিরেক্টর ছিলেন স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক) প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান লাবু। শেষে সকল ফিনিসার দৌঁড়বিদকে মেডেল ও বিজয়ীদের সম্মানী প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ