ঢাকার সাভার থানায় পাকা রাস্তা ও ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে সাভার পৌরসভার রেডিও কলোনি ও রাজাশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ।
দুদকের সহকারী পরিচালক আরিফ আহাম্মদ বলেন, সাভার পৌরসভার বরাদ্দকৃত প্রকল্পে ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেনের টেন্ডার হয়। শিকদার কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান এর কাজ পায়। কিন্তু রাস্তা ও ড্রেনের কাজে ডাবল রডের জালির পরিবর্তে সিঙ্গেল রডের জালি দিয়ে কাজ করছে ওই প্রতিষ্ঠানটি। এ সময় রাস্তা ও ড্রেনের নির্মাণকাজে অনিয়ম পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কাদের শিকদার ও সাভার পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের ওই সহকারী পরিচালক।