নড়াইলের লোহাগড়ায় সংঘটিত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন (৭৫) হত্যা মামলার দুই আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে শহরের বকচর বউ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া পশ্চিমপাড়ার জাকারিয়া মোল্যা (৫৫) ও সাদ্দাম (৩২)।