গাজীপুরে এক বাড়ি থেকে আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা গ্রামের নাতিন বাজার এলাকার মফিজ উদ্দিনের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আল আমিন শেরপুর জেলা সদর থানার পাকুরিয়া ফকিরপাড়া এলাকার আসাব আলী মীরের ছেলে। জিএমপির বাসন থানার এসআই দুলাল চন্দ্র ও স্থানীয়রা জানান, চান্দনা গ্রামের ভাড়া বাড়িতে একা থেকে এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন আল আমিন। ঈদের দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল প্রতিবেশীরা দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে ঘরের বিছানার ওপর গলায় গামছা প্যাঁচানো লাশ দেখতে পায়।