ভোলার তজুমদ্দিনে সাড়ে ৪ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবপুর গ্রামে শিশুটিকে নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশ সোমবার ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
জানা যায়, রবিবার সন্ধ্যায় ফরিদ উদ্দিন (৩৫) নামে এক প্রতিবেশী টাকা এবং মোবাইল ফোন দেখানোর প্রলোভনে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে নির্যাতন করে পালিয়ে যায়। এরপর শিশুটির কান্নার শব্দ পেয়ে তার মা এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
সোমবার দুপুরে পুলিশ হেফাজতে তাকে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম সাংবাদিকদের জানান, ভুক্তভোগীর চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা চলছে। ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।
তজুমদ্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তক (ওসি) মোহাব্বত খান জানান, এ ঘটনা তজুমদ্দিন থানায় একটি মামলা হয়েছে। তবে এখনো কেউ আটক হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল