নেত্রকোনায় একটি বাল্যবিবাহ বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। বাল্যবিয়ের আয়োজন করায় দোষী ব্যক্তিকে দুই হাজার টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার বিকালে সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের মৌশা ডেওটুকুন গ্রামে এ ঘটনা ঘটে।
তবে মাত্র দুই হাজার টাকা জরিমানা সিদ্ধান্তের সমালোচনা করেছেন গ্রামবাসী। তাদের আশঙ্কা, লুকিয়ে রাতে বা পরের দিন অন্যত্র গিয়ে ফের এই বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেন। পাত্রীর ১৮ বছর বয়স সম্পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে পরিবার থেকে মুচলেকা গ্রহণ ও বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকারনামা গ্রহণসহ পারিবারিক কাউন্সেলিং করা হয়ে বলে নিশ্চিত করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল