মাদারীপুরের রাজৈরে মানব পাচার মামলার আসামি দালাল পারভীন বেগমকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পারভীন রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী। রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, পারভীনের বিরুদ্ধে একাধিক মানব পাচার মামলা রয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের শাহআলম মোল্লার ছেলে নূর আলমকে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালি নেওয়ার প্রলোভন দেখায় পারভীন ও তার স্বামী রেজাউল। ২০২৪ সালের ১৫ জানুয়ারি রেজাউলের ছেলে সাকিবের মাধ্যমে নূর আলম লিবিয়া যান। সেখানে আটকে রেখে নির্যাতন করে ধাপে ধাপে ১৭ লাখ টাকা আদায় করে পারভীন ও তার চক্র।