বিদ্যুৎ সংযোগ না থাকায় কাহারোলের প্রায় ৩০০ পরিবার পাইপ ওয়াটার স্কিমের সরবরাহের বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে। এই এলাকায় এখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে উঠছে না পানি। রমজান মাসে কষ্ট হচ্ছে স্থানীয় লোকজনের। বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে পানির সুবিধা পাবে তারা, এমনটাই বললেন সংশ্লিষ্টরা।
জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ হাটসংলগ্ন এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গত দুই বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ২ কোটি টাকা ব্যয় এই পাইপ লাইন ওয়াটার স্কিম বসানোর কাজ সম্পন্ন করে। কিন্তু বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কারণে আজ পর্যন্ত পাইপ ওয়াটার স্কিমটি পানি সরবরাহের জন্য চালু করা সম্ভব হয়নি বলে জানান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপজেলা উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম। এতে প্রায় ৩০০ পরিবারসহ জয়নন্দ হাটের অধিকাংশ এলাকায় পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাব-জোনাল অফিস কাহারোলের সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সমস্যা থাকার কারণে লাইনটি চালু করা সম্ভব হয়নি। চলতি সপ্তাহেই লাইন নির্মাণে ব্যবস্থা শেষ করা হবে। আশা করছি ঈদের পরই বিদ্যুৎ সংযোগ হবে।