গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদাবাজি এবং নানা অজুহাতে হাইওয়ে পুলিশের হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চালকরা। গতকাল বেলা ১১টা থেকে ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
চালকরা জানান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে কয়েক মাস ধরে চান্দনা চৌরাস্তা এলাকায় অটোরিকশা থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে না চাইলে চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাদের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দিচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।