কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড-ডাকাত দল গোলাগুলি হয়েছে। এ সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। ঘটনাস্থলে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, মহেশখালীর কালারমারছড়া সামিরাঘোনা এলাকায় একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পান তারা।