গাইবান্ধায় অসচ্ছল পরিবারের ৪০ জন কিশোরী বিনামূল্যে পেলেন সেলাই মেশিন। আত্মকর্মসংস্থান ও যৌতুকবিরোধী প্রকল্পের আওতায় অসচ্ছল কিশোরীদের স্বাবলম্বী করার জন্য চার মাস প্রশিক্ষণ শেষে তাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা নারীদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। এ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বিশিষ্টজনরাও।
প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ফোরাম-৮৬ ইউএসএ’র অর্থায়ন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা কর্মীর হাতের সহযোগিতায় গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলায় ৪০ কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে কর্মীর হাত কার্যালয়ে গতকাল তাদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ সহায়তাসহ সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথি বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা। এ সময় এ টি এম ফরাদ হোসেন, জাহিদুল হক লিটন, সাইদুর রহমান বাবু, লতিফ হক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন।