দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ময়মনসিংহের ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার ২০ জন অসচ্ছল নারী বিনামূল্যে সেলাই মেশিন পেয়েছেন। ত্রিশাল পৌর মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শুক্রবার সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার নান্দাইল উপজেলায় ২০ জন হতদরিদ্র শিক্ষার্থী ও নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। গতকাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ত্রিশালের ইউএনও আবদুল্লাহ আল বাকীউল বারী। মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ খুবই প্রসংশনীয়। এতে ২০টি পরিবার নতুন করে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন খুঁজে পেল।