গাইবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাঁচ মাস প্রশিক্ষণ শেষে ২০ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সেলাই মেশিন উপহার পেয়ে আবেগ আপ্লুত প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা। গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, জামায়াতে ইসলামী জেলা আমির আ. করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, শুভসংঘের জেলা কমিটির সভাপতি হুমায়ুন আহমদ বিপ্লব, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম প্রমুখ।
সেলাই মেশিন উপহার পেয়ে পূর্ব বাটিকামারীর চরের শাহনাজ বেগম বলেন, ‘বান-বন্যা, নদীভাঙনে সর্বস্ব হারিয়েছি। স্বামী মানুষের জমি বর্গা নিয়ে চাষ করেন। বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার পর উপহার হিসেবে পাওয়া এই সেলাই মেশিনটি বাড়তি আয়ের সুযোগ করে দিল।’
কামারজানির গোঘাট মাঝিপাড়ার গৃহবধূ স্বরস্বতী দাস বলেন, ‘স্বামী পেশায় মৎস্যজীবী। নদীতে মাছ কমে যাওয়ায় আয় অনেক কম। তাদের এক মেয়েসহ তিনজনের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শুভসংঘের প্রশিক্ষণ গ্রহণের পর এখন তিনি সব ধরনের পোশাক তৈরি করতে পারেন। সেলাই মেশিনটি তার অনেক সাধনার প্রাপ্তি। মেয়েকে স্কুলে ভর্তি করার স্বপ্নপূরণ হবে।’