বরিশাল নগরীতে আদালত চত্বরের প্রবেশপথে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলার এক আসাসিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার আলমাস সরদার বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গভীর রাতে নগরীর বান্দ রোড থেকে ছাত্রদল নেতা আলমাসকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ওই ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। কোতোয়ালি মডেল থানায় করা ওই মামলায় ১০ জন নামধারী ও অজ্ঞাত আরও ১৩ জনকে আসামি করা হয়েছে।