বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী। অন্যথায় হাসিনা আবার সুযোগ পাবে। এ সুযোগ দেওয়া যাবে না; যদি সে সুযোগ কেউ দিতে চায় তাহলে দেশের ভবিষ্যৎ আবারও অন্ধকারের দিকে যাবে। হুমকির মুখে পড়বে দেশের গণতন্ত্র, অস্বাভাবিক হয়ে পড়বে রাজনীতি। গতকাল দুপুরে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত শতাধিক নেতা-কর্মীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। লক্ষ্মীপুর জেলা শহরের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন প্রমুখ।