ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। রাজধানীর প্রধান প্রধান সড়কে গাড়ির কোনো চাপ নেই। অলিগলিতেও গাড়ির আধিক্য নেই। তবে মার্কেটগুলোতে কেনাকাটার চাপ রয়েছে। গতকাল রাজধানীর একাধিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের আগে গতকালই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ছিল শেষ কর্মদিবস। বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্ট কারখানা এদিন ছুটি হয়। বিকালের পর থেকেই সড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ে। ফলে সকাল থেকেই অনেকে ঢাকা ছেড়েছেন। কেউ বা দুপুরে অফিস সেরেই পথে নামবেন। তবে সরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হয়েছে আরও আগে। সরকারি হিসেবে শেষ কর্মদিবস ছিল গত বৃহস্পতিবার। ফলে শুক্রবারও অনেকটাই ফাঁকা ছিল ঢাকা।
এর আগে গত বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছিল সরকারি ছুটি। ফলে অনেকের ঈদযাত্রা শুরু হয়েছে ২৫ মার্চ থেকেই। এর প্রভাবে শহরের প্রধান প্রধান সড়কে পরিবহনের আধিক্য নেই ও বিপণিবিতানগুলোতে কমেছে ক্রেতার চাপ। এবার ঈদের ছুটি বেশি হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন সাধারণ মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে যাত্রীর চাপ কম। মহাসড়কগুলোতে এখনো গাড়ির দীর্ঘ যানজটের তথ্য পাওয়া যায়নি। খুব অল্প সময়েই এবার মানুষ বাড়ি ফিরতে পারছেন।
এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। গতকাল দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) সাপ্তাহিক দুই দিনের ছুটি শেষে ৩০ মার্চ রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ঈদের ছুটি। ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলবে ৬ এপ্রিল রবিবার।