ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদ ঘিরে বগুড়ায় জমে উঠেছে মার্কেটগুলো। কেনাকাটা করতে সব বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন শহরের বিভিন্ন মার্কেটে। যার যার পছন্দ অনুযায়ী কাপড় কিনছেন তারা। তবে এবার নারীদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় শাড়ি তানাবানা। দাম বেশি হলেও মন কাড়ছে সবার। এ ছাড়াও পছন্দের তালিকায় রয়েছে অরগাঞ্জা, টাঙ্গাইল শাড়ি, মিডিয়াম বয়স্ক হাফসি শাড়ি, কাতান সিল্ক ও পাতিস্তানি শাড়ি। থ্রি-পিসের মধ্যে রয়েছে ইন্ডিয়ান, পাকিস্তানি, লাকজেরি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। সব কিছুই মিলছে বগুড়ার শপিং মলগুলোতে। জানা যায়, রমজানের শুরুতে বগুড়ার মার্কেটগুলোতে ঢিলেভাব থাকলেও এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিপণিবিতানগুলোতে বেচাকেনা। শিশু-নারী-পুরুষসহ সব বয়সির ক্রেতা ভিড় করছেন বিভিন্ন শপিং মলে। ব্যবসায়ীরা বলছেন, বগুড়ায় এবার কয়েক শ কোটি টাকা বেচাকেনা হবে। শহরের জলেশ্বরীতলায় বিভিন্ন শপিং মল, নিউমার্কেট, আলতাফ আলী মার্কেট, রানার প্লাজা, হকার্স মার্কেট ও পুলিশ প্লাজাসহ বিভিন্ন মার্কেটে চলছে বেচাকেনা। দেশি কাপড়ের পাশাপাশি ভারত ও পাকিস্তানের হরেক নামে বিক্রি হচ্ছে বাহারি পোশাক। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে থ্রি-পিসের দোকানে। এ ছাড়াও রানার প্লাজা, পুলিশ প্লাজা, শহরের জলেশ্বরীতলার বিপণিবিতানগুলোতে ব্যস্ততা অনেক বেশি। ক্রেতারা জানান, এবার পোশাকের দাম একটু বেশি। বগুড়া নিউমার্কেটের মজিদ বস্ত্রালয়ের বিক্রেতা মো. সাঈদ জানান, জামাকাপড়ের মধ্যে এবার নারীদের পছন্দের শীর্ষে রয়েছে তানাবানা ও অরগাঞ্জা। এ ছাড়াও রয়েছে লেহেঙ্গা, থ্রি-পিস, টপস, ওয়ান পিচসহ দেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের পোশাক। বেচাকেনা বেড়েছে। ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী ঈদের কেনাকাটা করছেন।