আদর্শ প্রকাশ করেছে তারেক রহমান : সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা শিরোনামে বই। তারেক রহমান : পারিবারিক উত্তরাধিকার ছাড়িয়ে অন্য দিগন্তে, আইনি সহিংসতা, নির্যাতন ও প্রপাগান্ডা, আওয়ামী শাসনকালে গণতান্ত্রিক আন্দোলন, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, জনহিতকর ও সমাজসেবামূলক কর্মকাণ্ড, নির্বাচিত ভাষণ ও নির্বাচিত সাক্ষাৎকার ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিন্যস্ত হয়েছে বইটি।
গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ ও লেখক-সাংবাদিক এহসান মাহমুদ। স্বাগত বক্তৃতা করেন প্রকাশনা সংস্থা আদর্শর স্বত্বাধিকারী মাহাবুব রহমান। পরিচালনায় ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
নতুন বই : গতকাল অমর একুশে বইমেলার ১৯তম দিনে নতুন বই এসেছে ৭০টি। গত ১৯ দিনে মোট নতুন বই প্রকাশ হয়েছে ১ হাজার ৭৯৩টি।
মূল মঞ্চ : বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচক ছিলেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মজিদ মাহমুদ, শফিকুল ইসলাম ও কামরুজ্জামান। সংগীত পরিবেশন করেন সিনথিয়া, জেরিন তাবাসসুম, গোলাপী প্রমুখ।