জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বেলা পৌনে ৩টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, নুরুন্নবী চৌধুরী শাওন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।