ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারির মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। অনেক নাম প্রস্তাবনা এসেছে। যাচাইবাছাই শেষে ফাইনাল করা হবে।
গতকাল দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, আমরা স্পষ্ট করে বলছি, খুনি হাসিনা ও তার দোসররা বাংলাদেশে যে নারকীয় গণহত্যা করে গেছে তার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে আমরা ফিরতে দিব না। তিনি বলেন, বাংলাদেশে যদি পতিত ফ্যাসিবাদীদের কোনো আস্তানা, কোনো আস্ফালন সেটা ফেসবুকে বা অন্যত্র হোক দেখি তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, তাদের বিরুদ্ধে যেন স্পষ্টত কার্যকর কঠিনতম ব্যবস্থা নেওয়া হয়।
কেমন হবে দল এ কথা উল্লেখ করে আখতার বলেন, একটি মধ্যমপন্থি রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলামবিদ্বেষ যেমন আমরা টলারেট করব না। একইভাবে হিন্দু উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদও আমরা বরদাশত করব না। মানুষ সুখে-শান্তিতে, সম্প্রীতিতে বসবাস করতে চায়। সম্প্রীতির মধ্যমপন্থি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। সে জায়গা থেকেই আমাদের এ রাজনৈতিক দল।