জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের চিকিৎসা ব্যাপারে খোঁজ নেয়ার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) পরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ।
এক প্রজ্ঞাপনে নিনসের পরিচালক হিসেবে কাজী দীন মোহাম্মদকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় নিয়োগ দেয়া হয় অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদকে।
কাজী গিয়াস উদ্দিন আহমেদ দীর্ঘ ছয় বছর ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিনসে যোগদান করেন। তাকে হাসপাতালের হাসপাতালে চিকিৎসক কর্মকর্তা নার্স ও তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা অভ্যর্থনা জানান।
কাজী গিয়াস উদ্দিন আহমেদ যোগদান করার পরই হাসপাতালে ভর্তি জুলাই বিপ্লবে আহত দুইজন দেখতে যান। তিনি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। তিনি তাদের চিকিৎসার ব্যাপারে কিছু পরামর্শ দেন। তাদের কোন সমস্যা হইলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে বলেন।
কাজী গিয়াস উদ্দিন আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এ আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আহতদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। নিউরোসায়েন্স হাসপাতাল গণঅভ্যুত্থানে আহতদের জন্য সব সময় পাশে থাকবে।
তিনি আরও বলেন, নিউরোসায়েন্স হাসপাতাল শুধু দেশে নয় বিদেশেও নিউরোসায়েন্সেস চিকিৎসায় একটি রোল মডেল। এ হাসপাতালটি যেন আরও উন্নত হতে পারে আমার প্রশাসনের সে চেষ্টায় থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন