আট দফা দাবিতে বরিশাল বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছে ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে চালক-শ্রমিকরা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিক। পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার।
বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার সহ-সম্পাদক শহিদুল হাওলাদারসহ নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি শেষে বিআরটিএ স্বীকৃত লাইসেন্স প্রদান, বরিশালে অবৈধ টোকেন বাণিজ্য বন্ধ, নতুন গাড়ি আমদানি ও বানানো বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনাসহ ৮ দফা দাবিতে বিআরটিএ চেয়ারম্যান বরাবর ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন।
বিডি প্রতিদিন/এএ