চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, ‘আমরা এই জলাবদ্ধতা মোকাবিলা করতে ভয় পাই না। অতীতে আমরা উন্নয়নের বয়ান শুনেছি, বর্তমানে সংস্কারের বয়ান শুনতে চাই না। আমরা সংস্কারের বাস্তবায়ন দেখতে চাই। এক্ষেত্রে নেদারল্যান্ডের বিশেষজ্ঞদের থেকেও আমাদের স্থানীয় অংশীজন এবং বিশেষজ্ঞদের মতামত বেশি গুরুত্বপূর্ণ। বিদেশে এই ধরনের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়গুলোই সমাধান করে থাকে, আমরাও সে পথে হাঁটবো। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের অবদানের জন্য ধন্যবাদ। আমরা একটা পলিসি সাজেশন দিব, কিন্তু সরকারকে সকল সমস্যার মোকাবেলা করে সেটি বাস্তবায়ন করতে হবে।’
আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চবি উপাচার্য আরও বলেন, এখন চবি আসতে কাউকে ভাবতে হয় না আমরা সেই পরিবেশ তৈরি করেছি। দখলদারিত্ব ব্যবস্থাকে মোকাবিলা করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা শুধু ক্যাম্পাসেই থাকে না। ষোলশহর, মুরাদপুরসহ বিভিন্ন জায়গায় থাকে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে বিভিন্ন অংশীজন ও অভিজ্ঞদের নিয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে চারটি দলে বিভক্ত হয়ে ফোকাস গ্রুপ আলোচনা পরিচালনা করা হয়। এতে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সমস্যার সমাধানের প্রস্তাবনা উঠে এসেছে। এ সময় রাজনৈতিক সদিচ্ছা ও চৌকস নেতৃত্ব, ব্যাপক জনসচেতনতা এবং সরকারি বিভাগগুলোর সমন্বয়ের মাধ্যমে নীতি বাস্তবায়নের গুরুত্ব উঠে আসে।
লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহর সঞ্চালনায় চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন এর সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, চবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবির সিনেট এবং সিন্ডিকেট সদস্য এস. এম. ফজলুল হক।
মতবিনিময় সভায় বক্তারা চারটি বিষয়বস্তুর উপর দলগতভাবে তাদের মতামত প্রদান করে। চারটি আলোচ্যসূচি হলো- চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও ভূতত্ত্ব বিষয়ক প্রভাব। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় কারিগরি ও প্রকৌশল সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় শাসন, নীতি বাস্তবায়ন ও জনসচেতন বিষয়ক পর্যালোচনা।
মতবিনিময় সভায় এস. এম. ফজলুল হক বলেন, আমাদের সমাজব্যবস্থায় শিক্ষার্থীরা যে পড়াশোনা করে তা পিতামাতার আগ্রহের ভিত্তিতে করে থাকে। শিক্ষার্থীর নিজেদের আগ্রহে পড়াশোনা করে না। আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার আঙ্গিনার বাহিরে গিয়ে মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এটাই প্রথম। জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করছে এটা খুবই প্রশংসনীয়। চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার সমাধান শুধুমাত্র কমিনিউকেশনের মাধ্যমে হবে না। এতে প্রত্যেকের জায়গা থেকে যেটুকু অবদান রাখা যায় সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা একটা টেকনিক্যাল সমস্যা। এখানে প্রশাসনিক কাজও অন্তর্ভুক্ত রয়েছে। আজ আপনাদের সাথে বসার কারণ হলো সবার মতের ভিত্তিতে একটা গাইডলাইন তৈরি করা। সবার সহযোগী এবং পরামর্শের ভিত্তিতে চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে আমরা চেষ্টা করবো।
বিডি প্রতিদিন/জামশেদ