রংপুর নগরীরর বাহার কাছনা এলাকায় পানির ট্যাংকি সংলগ্ন হামিউস সুন্নাহ মাদ্রাসার শিশুদের হাতে কোরআন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার আয়োজনে দুপুরে ১০ জন শিশুর মধ্যে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ করা হয়।
কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন, হামিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ, শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ শাফি, মুহাম্মদ মাসুদুর রহমান, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।
কোরআন শরিফ পেয়ে মুহাম্মদ আবদুল রাহাত জানায়, আমি কুরআন শুদ্ধভাবে শিখতে চাই। কুরআন পড়ে আল্লাহর আদেশ নির্দেশের কথা জানবো, অন্যকেও জানাবো।
হামিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ বলেন, একদিন এই শিশুরাই কোরআনের আলোয় নিজে আলোকিত হবে এবং অন্যকে আলোকিত করবে। এরা আমাদের জাতির ভবিষ্যৎ। এদের হাত ধরে সমাজটা একদিন সত্যিই সুন্দর হবে।
বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সভাপতি রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাদাকাত হোসেন বলেন, কুরআন মানবজাতির জন্য পথনির্দেশনা। কুরআন নজিলের মাস পবিত্র মাহে রমজানে মাদ্রাসার ছাত্রদের মাঝে কুরআন বিতরণের মাধ্যমে আমরা তাদের জ্ঞান ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে চাই। পবিত্র কুরআনের আলোয় আলোকিত সমাজ গঠনে ছাত্ররা এগিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা।
বিডি প্রতিদিন/নাজমুল