বসুন্ধরা শুভসংঘ রংপুর কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে নতুন কমিটির পরিচিতি সভা, ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটিকে স্বাগত জানাই। আশা করি এই কলেজে বসুন্ধরা শুভসংঘ সব ভালো কাজ করবে। আমি সবসময় বসুন্ধরা শুভসংঘের পাশে আছি। নতুন কমিটির সদস্যরা যাতে সকলে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে, এটাই প্রত্যাশা করব।
বসুন্ধরা শুভসংঘ রংপুর কারমাইকেল কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার
সাধারণ সম্পাদক সজিব সরকার, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান সজিব, অর্থবিষয়ক সম্পাদক শাহরিয়ার, সাবেকুন নাহার শিমলা, আইনুল হক, আসিফ, মানিক, হাসান হাবিব ও ইসমাইলসহ অনেকেই।
অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ শেষে শুভসংঘের কলেজ শাখার বন্ধুরা একসঙ্গে ইফতার করেন। ইফতারের পূর্ব মুহূর্তে জুলাই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। আলোচনায় আগামী দিনে বসুন্ধরা শুভসংঘ কারমাইকেল কলেজ শাখার আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এমআই