‘জীবনযুদ্ধে হাইরা যাইতে লইছলাম। পড়বাম কিবায় আর খাইয়ামই বা কিবায়। অহন দেহি আমরার পাশে খাড়াইছে বসুন্ধরা শুভসংঘ।’ তারা আমরারে প্রশিক্ষণ দিয়া একটা সেলাই মেশিন দিছে। অহন একটা মেশিন দিয়াই আয় কইরা দুই বইনে পড়বাম সেই সঙ্গে সংসারও চলব’- বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মের্শিন পেয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চৌরাস্তা এলাকার রিকশাচালক তোতা মিয়ার মেয়ে তামান্না আক্তার ও তুলি আক্তার। উপজেলা সদরে অবস্থিত সমূর্ত্ত জাহান মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তারা। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কলেজে একটি অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সঙ্গে তাঁদের হাতেও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দরিদ্র পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। তামান্না ও তুলির মা মনোয়ারা বেগম ও বাবা তোতা মিয়াও সেদিন এসেছিলেন। সেলাই মেশিন পেয়ে তারা অনেক খুশি। তামান্না বলেন, বাবা অসুস্থ, তারপরও রিকশা চালাতে হয়। একদিন রিকশা না চালালে খাবার জোটে না। এ ছাড়াও আছে দুই বোন এক ভাইয়ের পড়ালেখার খরচ। নিজেদের জমিজমা বলতে কিছুই নেই। এখন আর বাবার আয়ের দিকে তাকিয়ে থাকতে হবে না। নিজেরাই সেলাই মেশিন দিয়ে আয় করে পড়ালেখা চালানো ছাড়াও সংসারের ব্যয় মেটানো যাবে। লাকী আক্তার বলেন, একটা মেশিনই অহন আমরার সম্পদ। এইডা দিয়াই অহন আরেকটা মেশিন কিনবাম। মনোয়ারা বেগম বলেন, ‘এরকম একটা পথ খুঁজছিলাম। কিন্তু লজ্জাশরমে কারও কাছে বলতে পারছি না। অবশেষে আল্লার ইশারায় বসুন্ধরা শুভসংঘ আমরার বাঁচার পথ দেখাইয়া দিছে। তোতা মিয়া বলেন, শইলডা আর চলে না। তারপরও রিকশার প্যাডেল মারঅন লাগে। ইচ্ছা না থাকলেও আয়ের জন্য বাইর হইতে হয়। অহন একটা চিন্তা গেছে। মাঝেমধ্যে বাইর অইলেও অইব। আমরারে যিনি এই মেশিনডার ব্যবস্থা কইর্যা দিছেন বসুন্ধরার মালিকরে অনেক দোয়া করি। আল্লায় যেন হেগরে বেবাকতেরে অনেক সুস্থ সবল রাহেন।’ সেলাই মেশিন নিয়ে বাড়িতে যাওয়ার সময় দুই বোনের বাঁধভাঙা খুশি ছিল সবার কাছেই দৃশ্যমান। এই সেলাই মেশিনটিই যে তাঁদের অবলম্বন হবে তা বোঝাই যাচ্ছিল দুই বোনের মুখ দেখে। মেশিন নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল স্বপ্ন ধরে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। দুই বোন দুই দিকে মেশিনটি ধরে বলছিলেন, ‘আয় বইন আয় বাড়িত গিয়া সবাই একসঙ্গে কইর্যা মোবাইলে একটা ছবি তুলবাম।’
শিরোনাম
- কোটালীপাড়ায় মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা
- ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
- পঞ্চগড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ‘স্বাধীনতা ২.০’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফারুকী
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প