আশানুরূপ শুরু, এগিয়ে যাওয়ার উল্লাস এবং আট মিনিটের মধ্যে জোড়া গোল হজম-সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার (২৯ মার্চ) রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। তার দুই গোলের মাঝে একবার জালে বল পাঠান জুড বেলিংহ্যাম।
গতিময় ফুটবলে শুরু থেকে একের পর এক আক্রমণ শাণাতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রতিবারই শেষটায় গড়বড় করে ফেলছিল তারা। তাইতো প্রথম ২০ মিনিটে প্রায় ৮০ শতাংশ সময় পজেশন রেখেও গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি এমবাপে-দিয়াসরা।
২৩তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে লুকা মদ্রিচের নেওয়া শট রক্ষণে প্রতিহত হয়। পরের মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন ব্রাহিম দিয়াস। এরপর দুরূহ কোণ থেকে এমবাপের শট আটকে দেন গোলরক্ষক। ৩০তম মিনিটে আর্দা গিলের ডি-বক্সে ফাউলের শিকার হলে পথ খুলে যায় রিয়ালের সামনে। পানেনকা স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। পরের মিনিটেই স্বাগতিকদের আনন্দ কেড়ে নেয় লেগানেস। সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দূরের পোস্টে ফাঁকায় পেয়ে অনায়াসে সমতা টানেন দিয়েগো গার্সিয়া।
জালের দেখা পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে প্রথম ২৮ রাউন্ডে মাত্র ৬টিতে জয়ী দলটি। ৪১তম মিনিটে বের্নাবেউকে স্তব্ধ করে দিয়ে এগিয়েও যায় তারা। বাইলাইন থেকে অস্কার রদ্রিগেসের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড দানি রাবা। বেলিংহ্যামের নৈপুণ্যে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে রিয়াল। তার প্রথম জোরাল শট গোলরক্ষক ঝাঁপিয়ে আটকানোর পর, আলগা বল পেয়ে দিয়াসের শট গোললাইনে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার। ওই ফিরতি বল পেয়েই স্লাইড করে শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।
ছয় মিনিট পর আবার এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু এমবাপের বক্সের বাইরে থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, বল তার হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৬২তম মিনিটে দিয়াস ও গিলেরকে তুলে দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস ও রদ্রিগোকে নামান কোচ। প্রতিপক্ষের ওপর চাপও বাড়ায় তারা। ৭৬তম মিনিটে অসাধারণ এক গোলে দলকে ফের এগিয়ে নেন এমবাপে। ডি-বক্সের একটু বাইরে থেকে বুলেট গতির ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন তিনি। লা লিগায় অভিষেক মৌসুমে ফরাসি তারকার গোল হলো ২২টি। তার চেয়ে একটি বেশি নিয়ে তালিকার শীর্ষে রবের্ত লেভানদোভস্কি।
৮৪তম মিনিটে দূর থেকে চেষ্টা করেন হুয়ান ক্রুস। তবে সোজাসুজি শটে বল গ্লাভসে জমাতে সমস্যা হয়নি রেয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিনের। তিন মিনিট পর দারুণ পজিশনে বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি মুনির। বাকি সময় ঘর আগলে রেখে লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ