আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনাল হবে আগামীকাল বুধবার। যেখানে দক্ষিণ আফ্রিকা মোকাবিলা করবে নিউজিল্যান্ডের। ওই ম্যাচের আগে চোটের পড়েছে প্রোটিয়া তারকা ব্যাটসম্যান এইডেন মার্করাম। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন জর্জ লিন্ডের।
তবে এখনই ছিটকে পড়েননি মার্করাম, সে কারণে অলরাউন্ডার লিন্ডেকে নেওয়া হচ্ছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান সাবেক প্রোটিয়া অধিনায়ক। তিনি ওইদিন অধিনায়কত্ব করছিলেন টেম্বা বাভুমার চোটের কারণে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিতে নামার আগে আজ মার্করামের ফিটনেস পরীক্ষা করা হবে, সেখানে তিনি উত্তীর্ণ হলে খেলতে পারবেন সেমিফাইনালে।
স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডে এর আগে মাত্র দুটি ওয়ানডে খেলেছেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০- এর সর্বশেষ আসরে এমআই কেপটাউন তাদের প্রথম শিরোপা জিতেছে। তাদের হয়ে ১১ ম্যাচে ১৫৩.৩৩ স্ট্রাইকরেটে ১৬১ রান এবং ৬.২৯ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেন লিন্ডে। এরপর একেবারে সম্প্রতি তিনি নিজ দেশের ওয়ানডে টুর্নামেন্টের ৫ ম্যাচে ১০৬ রান ও ৪ উইকেট নিয়েছেন।
লিন্ডে ছাড়াও দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন বাঁহাতি তরুণ পেসার কেনা মাপাখা।
বিডি প্রতিদিন/মুসা