আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সুযোগ না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন নাহিদ রানা তিনি। ম্যাচশেষে আলোচনায় ছিলেন এ তরুণ পেসার। তাকে প্রশংসায় ভাসিয়েছেন কিউইদের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দেয়ার পর বল হাতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারে কোনো রান না দিয়ে তাসকিন আহমেদ সাজঘরে ফেরান উইল ইয়ংকে। এরপর কিউইদের দলীয় সংগ্রহ যখন ১৫ রান, তখন চতুর্থ ওভারে আক্রমণে এসে গতিতে পরাস্ত করে কেইন উইলিয়ামসনকে ফেরান নাহিদ। পুরো ইনিংসে ৯ ওভার বল করে ৪৩ রান খরচায় ১ উইকেট নেন নাহিদ।
ম্যাচশেষে নাহিদ রানার প্রশংসা করে গণমাধ্যমে কিউই সেঞ্চুরিয়ান বলেন, ‘বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ (মুস্তাফিজুর রহমান) এবং তাসকিন (আহমেদ) অনেক ক্রিকেট খেলেছে। এখন রানা এসেছে। সে দারুণ প্রতিভাবান একজন বোলার। অনেক দ্রুত বল করে। প্রথমবার খেললাম আজকে। তরুণ বোলার। খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা। আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে।’
গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪ ওয়ানডে খেলেছেন নাহিদ রানা। ৪.৭৩ ইকোনমি খরচে তার শিকার ৫ উইকেট। তবে অভিষেকের পর থেকে তিনি সবচেয়ে বেশি আলোচনায় তার গতি নিয়ে।
অভিষেক ম্যাচেই ঘণ্টা প্রতি ১৫১ গতিতে বল করে সবার নজর কেড়েছিলেন তিনি। তার গড় গতি ১৪২ এর কাছাকাছি।
বিডি প্রতিদিন/মুসা