উইকেটে এসে শুরু থেকেই দেখে-শুনে খেলছিলেন বিরাট কোহলি। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না ভারতীয় তারকা ব্যাটার। ইনিংসের ২৩তম ওভারে রিশাদের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্যের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ২২ রান।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের ২২৮ রান চেজ করার লক্ষ্যে ভারত ৩ উইকেট হারিয়ে ২৯ ওভারে ১৩৮ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন ৬ বলে ৩ রানে অপরাজিত অক্ষর পাটেল ও ৭৮ বলে ৫৬ করা শুভমান গিল।
তাসকিনের বোলিংয়ে প্রথম সাফল্য
শুরুর পাওয়ার প্লের শেষ ওভারে এসে ইনিংসে প্রথমবার সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। দশম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে ডেলিভারি করেন তাসকিন আহমেদ। রোহিত শর্মা সেখানে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় কভার পয়েন্টের দিকে, যেখানে খানিকটা পিছিয়ে সহজ ক্যাচ নেন রিশাদ। ফলে ৫২ রানের জুটি ভাঙে ভারতের।
ভারতের ঝড়ো শুরু
ব্যাটিংয়ের শুরুতে বাংলাদেশ যতটা খারাপ করেছিল, বোলিংয়ের শুরু হয়েছে তার চেয়েও খারাপ। নতুন বল হাতে নিলেও ধার ছিল না তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে। এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ফলস্বরূপ, মাত্র ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে ভারত।
বাংলাদেশের ব্যাটিং ইনিংস
এর আগে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন হৃদয়, ফিফটি করেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।
বিডি প্রতিদিন/আশিক