দুর্বার রাজশাহীর সঙ্গে বিতর্ক গাঁটছড়া বেঁধেছিল বিপিএলের শুরু থেকে। যদিও রানরেটে প্লে-অফ খেলতে ব্যর্থ হয়েছে দলটি। পারিশ্রমিক বকেয়া রাখায় ক্রিকেট বোর্ড আলাদা নজর রেখেছিল দলটির ওপর। এ ছাড়া চট্টগ্রামে একদিন অনুশীলন বর্জন করেছিলেন স্থানীয় ক্রিকেটাররা। ঢাকায় শেষ পর্বে একটি ম্যাচ বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা। এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের। গতকাল দিনভর আলোচনায় ছিলেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। গুঞ্জন ছিল ঢাকা ছাড়তে পারছেন না অর্থকড়ির অভাবে। দলটির জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বার্ল বিষয়টি স্বীকারও করেছিলেন। পরবর্তীতে রাজশাহীর পক্ষ থেকে গতকাল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দলটির বিদেশি পাঁচ ক্রিকেটাররা বিভিন্ন সময়ে ঢাকা ছাড়বেন। দলটির পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ ঢাকা ছাড়বেন আগামীকাল সকালে। রায়ান বার্লের ইথিওপিয়ান এয়ারওয়েজে ঢাকা ছাড়ার কথা রাত ৩টায়। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিসের ঢাকা ছাড়ার কথা রাত ১টা ৪০ মিনিটে। দলটির ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মিগুয়েল কামিন্স ঢাকা ছাড়বেন ৫ ফেব্রুয়ারি। স্থানীয় ক্রিকেটাররা ফিরে গেছেন হোটেল ছেড়ে। বাকি দুই বিদেশি ক্রিকেটার টিকিট পাওয়ার সাপেক্ষে ঢাকা ছাড়বেন।