কানাডার অধিনায়ক হিসেবে সর্বশেষ টি-২০ বিশ্বকাপ খেলেছেন। নিকোলাস কার্টন; কানাডার হয়ে ক্রিকেট খেললেও জন্মভূমি বার্বাডোজ। কানাডা থেকে বার্বাডোজে যাওয়ার পথে বিমানবন্দর পুলিশ কার্টনকে গ্রেপ্তার করে। কানাডিয়ান এ ক্রিকেটারের কাছে প্রচুর পরিমাণে ক্যানাবিস বা গাঁজা পাওয়া গেছে। কার্টন এখন পুলিশি হেফাজতে রয়েছেন। গ্র্যান্টলে অ্যাডামস বিমানবন্দরে কার্টনের কাছে ২০ পাউন্ড বা ৯ কেজি গাঁজা পেয়েছে পুলিশ।
যার পরিমাণ অনেক। আইন অনুযায়ী সর্বোচ্চ ৫৭ গ্রাম গাঁজা রাখা যায়। কার্টনের গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে কানাডা ক্রিকেটের পক্ষে জানানো হয়, ‘আমরা নিকোলাস কার্টনের বিরুদ্ধে অভিযোগ ও তাকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে অবগত আছি। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছি। ক্রিকেট কানাডা চায় গোটা ঘটনায় যেন স্বচ্ছতা থাকে।’