সিরাজগঞ্জ শহরে বসুন্ধরা গ্রুপ-আবদুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জুপিটার একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় জুপিটার একাদশ ও ব্ল্যাক ডায়মন্ড একাদশ অংশগ্রহণ করে। জুপিটার একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিসান একমাত্র গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন। খেলা শেষে আশির দশকের সিরাজগঞ্জের কীর্তিমান ফুটবলার বুলবুল হাসান, রাশিদুল হাসান কোরাইশী, শামসুল আলম তালুকদার, মাহমুদুল আলম খোকন, কাইয়ুম খান, জুলকার নাইন তালুকদার, মোহাম্মদ আলী জিন্না ও আবদুল মালেক জিপ্পুকে সম্মাননা দেওয়া হয়।
সাবেক ফুটবলাররা বলেন, নতুন প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভালোমানুষ ও ভালো লিডারশিপ খেলাধুলার মাধ্যমেই গড়ে তোলা সম্ভব। আশা করি বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টগুলো থেকে জাতীয় মানের ফুটবলার তৈরি হবে।