৩২ দলের বিশ্বকাপ অনেকদিন দেখেছে ফুটবল দুনিয়া। সামনের বিশ্বকাপে দেখা যাবে ৪৮ দল। বর্তমানে আলোচনা চলছে, আরও বেশি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা যায় কি না। অনেকেই মতামত দিয়েছেন ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে। তবে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ৬৪ দলের বিশ্বকাপের পুরোপুরিই বিরোধী। তিনি বলেন, ‘আমার মতে, এটি বাজে একটি ভাবনা। এটা অদ্ভুত ব্যাপার যে, ফিফা কাউন্সিলে প্রস্তাবটি ওঠার আগে আমরা এ ব্যাপারে কিছুই জানতাম না।’
জানি না এ ভাবনা কোথা থেকে এলো।’ বিশ্বকাপে দল বাড়লে ফিফার আয়ও বাড়বে। এ কারণে দল বাড়ানোর পক্ষেও মতামত আছে অনেক।