বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটির ইচ্ছা ছিল জাতীয় দলের কোচ বদলানোর। বিশেষ করে সভাপতি তাবিথ আউয়াল চেয়েছিলেন আগের কমিটির নিয়োগ দেওয়া কোচ হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হলেই বিদায় জানানো। নতুন কোচের সন্ধানে নেমেছিলেন। কিন্তু অতিরিক্ত বেতনের কারণে তা বেশি দূর এগোয়নি। এ নিয়ে অবশ্য তাবিথ কিছুই বলেননি। এসব নির্বাহী কমিটির সূত্র থেকে শোনা কথা। হুট করে নতুন কোচ পাওয়া সম্ভব না বলেই কাবরেরাকে দায়িত্বে রেখে দেওয়া হয়। নতুন চুক্তিও করা হয়। সেই দায়িত্বে স্প্যানিশ কোচের নতুন মিশন হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্ব। ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ মেঘালয়ের রাজধানী শিলংয়ে অনুষ্ঠিত হবে। অন্য দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ নিয়মমাফিক খেলছেই। কিন্তু এবারে যে আলোচনা ও উত্তাপ ছড়াচ্ছে তা কখনো হয়নি। এর বড় কারণ হলো হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি এ ফুটবলার বাছাই পর্বে জাতীয় দলে খেলবেন। তাঁকে দলে নেওয়ার জন্য বাফুফে কয়েক বছর ধরেই চেষ্টা চালাচ্ছিল। অবশেষে ফিফার ছাড়পত্র পাওয়ায় বাংলাদেশে খেলতে পারবেন। এশিয়াকাপ বাছাই পর্বেই হামজার অভিষেক হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেললেও হামজা বিশ্ব ফুটবলে কোনোভাবেই উঁচুমানের নয়। যদিও ইংল্যান্ড যুবদলে তিনি খেলেছেন। তবে বাংলাদেশের জন্য হামজা অবশ্যই বিশেষ কিছু। ইংলিশ খেলা কোনো ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলবে তা স্বপ্ন বলা যায়। সত্যি বলতে কী এশিয়ান কাপ বাছাইয়ে যারা হামজার সতীর্থ হবেন তাদের ফুটবল ক্যারিয়ারে সেরা অর্জনও বলা যেতে পারে। কোচ কাবরেরার জন্যও বড় স্বীকৃতি বলা যায়। স্প্যানিশ হলেও কোচ হিসেবে তো তাঁর কোনো পরিচিতি ছিল না। বাংলাদেশই তা প্রথম। বাংলাদেশের কোচ হওয়ার সুবাদেই তিনি হামজার মতো কেলোয়াড়ের গুরু হবেন। তাঁর কোচিং ক্যারিয়ারে বড় সার্টিফেট এটিই। দ্বিতীয়বার চুক্তি করার পর গতকালই প্রথম মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। সেখানে ঘুরেফিরে এসেছে হামজা প্রসঙ্গ। এমন খেলোয়াড়কে শিষ্য হিসেবে পেয়ে আগে থেকেই আবেগাপ্লুত কাবরেরা।
শিরোনাম
- কানাডায় ভারতীয় নাগরিক খুন
- জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত
- পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, সুনামি সতর্কতা
- লৌহজংয়ে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
- লাঙ্গলবন্দের স্নান ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
- চিরচেনা কার্তিককে দেখা গেল অন্যরূপে
- বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে জখম
- মুন্সিগঞ্জে মানবদেহের খন্ডিত অংশের সন্ধান
- প্রেমা নেই, শেষ হয়ে গেল পুরো পরিবার
- শুল্ক বৃদ্ধি ‘দুর্বল ও দরিদ্রদের ক্ষতি করে’: জাতিসংঘ
- সিঙ্গাপুরে ডেঙ্গু দমনের প্রধান হাতিয়ার ‘ওলবাকিয়া’
- বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ
- পিঁয়াজ নিয়ে হতাশ মানিকগঞ্জের কৃষকরা
- ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
- মাথায় গুলি নিয়ে চলে গেল জুলাই আন্দোলনের যোদ্ধা হৃদয়
- কবে মাঠে ফিরছেন বুমরাহ?
- ফের চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাতে পারেন ধোনি
- শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলো স্ত্রী
নতুন চুক্তিতে কাবরেরার প্রাপ্তি হামজা
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ নিয়মমাফিক খেলছেই। কিন্তু এবারে যে আলোচনা ও উত্তাপ ছড়াচ্ছে তা কখনো হয়নি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর