অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাত বাসকে জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাজানীর আবদুল্লাপুর ফ্লাইওভারে সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার। এ সময় অভি পরিবহন, একতা পরিবহন, হাজি পরিবহন, ইউনাইটেড পরিবহন ও শ্রাবণ পরিবহনের একটি করে এবং সেবালাইন পরিবহনের দুটি গাড়ি থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকাও ফেরত দেওয়া হয়েছে। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার জানান, মানুষের ঈদযাত্রা স্বচ্ছন্দময় করার জন্য এ অভিযান চলমান থাকবে।