রাজধানীর ধানমন্ডি এলাকায় চাপাতি দিয়ে চালককে কুপিয়ে অটোরিকশা, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অটোরিকশাচালকের নাম মো. ইসমাইল হোসেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল এসব তথ্য জানান ধানমন্ডি থানার এসআই মো. শাহীন।
তিনি বলেন, ‘আজ (রবিবার) ভোরের দিকে পান্থপথ থেকে যাত্রীবেশে দুই ছিনতাইকারী মোহাম্মদপুর যাওয়ার কথা বলে ওই অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে একটি পিকআপ এসে তাদের গতিরোধ করে। পরে ধানমন্ডি ৬ নম্বর রোড কোন দিকে এই কথা বলে ছয় থেকে সাতজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে চালককে। এ সময় অটোরিকশাচালকের কাছে থাকা ১ হাজার ৭০০ টাকা, মোবাইল ফোন ও অটোরিকশাটি ছিনিয়ে নেয়। তাকে পিকআপে করে ধানমন্ডি ২৭ নম্বরের সাম্পান রেস্টুরেন্টের সামনে ফেলে পালিয়ে যায় তারা। পরে আমাদের টহল টিম তাকে উদ্ধার করে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি।’