রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার হয়েছেন। গতকাল রাত সাড়ে ১০টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে মামলা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) তাকে আদালতে তোলা হবে।