বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি এস এম পবিত্র আল এবাদত বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতন্ত্র বাঁচিয়ে রাখতেই অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নির্বাচন জনমুখী করলে তার কার্যকারিতার সুফল জনগণই ভোগ করবে। অচিরেই জনগণ নির্বাচন চায়।
গতকাল রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. ইদ্রিস, ছাদিকুর রহমান ছাদিক, সিলেট জেলা সাধারণ সম্পাদক নুর ইসলাম চঞ্চল, মহানগর সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঞা, সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম, যাত্রাবাড়ী থানার সভাপতি শেখ আলী, সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন।