হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহর (৪৮) লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন সাইফুল ইসলাম (৩৯) ও নূর নবী মিয়া (১৯)।
বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা এলাকা থেকে সাইফুলকে এবং লালমনিরহাটের কালীগঞ্জের হররাম উত্তরপাড়া থেকে নবীকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল জানিয়েছেন র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম।
এর আগে মঙ্গলবার দুপুরে দিয়াবাড়ীর ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি প্লটের পাশ থেকে আহসান উল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার’ কারখানার জিএম ছিলেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন, লাশ আমরা বিবর্ণ অবস্থায় পেয়েছি। শরীরে জখম আছে, তবে তেমন দৃশ্যমান নয়। পারিপার্শ্বিক আলামত মিলিয়ে আমরা ধারণা করছি, তাকে হত্যা করে এখানে এনে ফেলে রাখা হয়েছে।