বরিশালের আগৈলঝাড়ায় দুই শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে আটকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। রবিবার অভিযুক্ত বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কালাম মিয়ার ছেলে আবদুর রহমান (৩৮)-কে আটক করে গণধোলাই দেওয়া হয় বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, রুটি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৪ মার্চ দুপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুকে বখাটে আবদুর রহমান তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর তিন দিন পরে ২৭ মার্চ দুপুরে একই এলাকার প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের শিশুটিকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে বখাটে আবদুর রহমান। গত ৩০ মার্চ দুপুরে বখাটে আবদুর রহমানকে দেখতে পেয়ে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। তাকে থানায় নিয়ে আসার সময় ছিনিয়ে নিয়ে আবারও গণধোলাই দিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হেফাজতে নিয়েছে। ওসি অলিউল ইসলাম বলেন, গত ২৪ মার্চ ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ করে। বিষয়টি পরিবার গোপন রাখে। এরপর ২৮ মার্চ সাত বছর বয়সি আরেকটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে। তখন বিষয়টি প্রকাশ হলে আবদুর রহমান কোটালীপাড়া পালিয়ে যায়। ৩০ মার্চ বাড়িতে ফিরে এলে এলাকাবাসী টের পেয়ে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাকে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছে।
ওসি বলেন, এ ঘটনায় অভিযুক্ত ওই ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী এক পরিবার। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।