বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা চলছে। ৭১ ও ২৪ ভিন্ন , কোনোটিকে খাটো করে দেখার সুযোগ নেই। ৭১ ছিল পরাধিনতার শৃঙ্খল ভেঙে দেশ স্বাধীনের যুদ্ধ, ২৪ ছিল স্বাধীন দেশকে ফ্যাসিবাদের শৃঙ্খল মুক্তির ছাত্রজনতার গণঅভ্যুত্থান। ৭১ এর চেতনায় ৭৫ এর ৭ নভেম্বর , ৯০ ও ২৪ এর গণঅভুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধকে ম্লান করার প্রচেষ্টা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের হলুয়াঘাটে মহান স্বাধীনতা দিবসে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শোভাযাত্রা ও স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
এর আগে সকালে এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা প্রশাসন অয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
হালুয়াঘাটের সমাবেশে তিনি বলেন, হাজারও শহিদের রক্তস্নাত ২৪ এর গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। তবে লক্ষ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টির মুক্তিযুদ্ধের সাথে ২৪ এর গণঅভ্যুত্থান এক কাতারে আনার চেষ্টা মুক্তিযুদ্ধকে ম্লান কবার অপচেষ্টা।
তিনি বলেন, অহেতুক জটিল, কঠিন পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন প্রলম্বিত করার প্রচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ।
তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতার জন্য নয়, বিএনপি মনে করে অস্থিশীলতা, বিশৃঙ্খলতা, ষড়যন্ত্রের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও এ বছরের মধ্যে নির্বাচন হতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ বক্তব্য রাখেন। এসময় হলুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, সুলতান মহিউদ্দিন, শামসুল আলম শামস, অনোয়ার হোসেন, ময়মনসিংহ উত্তর জেল মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাঈমুর আরেফিন পাপন, উপজেলা কৃষক দলের সভাপতি অনোয়ার হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সেখ সাদির, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ