ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আজ থেকে ৯ দিন বন্ধ থাকবে ব্যাংকও। ছুটি শেষে ব্যাংক খুলবে ৬ এপ্রিল। ছুটির সময়ে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পোশাক খাতের কর্মীদের বেতন-ভাতা দেওয়ার জন্য আজ ও আগামীকাল পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। ঈদের আগে ছুটি শুরু হয়েছে আজ। সরকার ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করায় পরদিন সাপ্তাহিক শুক্র ও শনিবারও ছুটি। সব মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক ছুটির নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এটিএম লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক মেশিন চালু রাখা; কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা; এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা; বুথে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরীসহ অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আরও বলা হয়েছে, পয়েন্ট অব সেল লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস মেশিন সেবা নিশ্চিতকরণ; জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন হতে হবে; অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ও কার্ড প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানির তরফে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ২৮ ও ২৯ মার্চ খোলা রাখতে হবে। অন্যদিকে ঈদের ছুটির মধ্যে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।
শিরোনাম
- ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- চাঁদপুরে উন্মুক্ত বিনোদন কেন্দ্র মোলহেডে দর্শনার্থীদের ভিড়
- বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
- ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০
- কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ
- নোয়াখালীতে জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
আজ থেকে ৯ দিন ব্যাংক বন্ধ
ছুটিতে নিরবচ্ছিন্ন লেনদেন ও এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর