জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। সরকারের কাছে দাবি জানাচ্ছি, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
তিনি বলেন, আমরা দেখছি অনেকেই পুরোনো বন্দোবস্তকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। সংস্কারে অনেকেরই অনাগ্রহ। যতই অনাগ্রহ থাকুক না কেন আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিলাম তারা অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে কাজ করব। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলাভবন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাটির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নানা ধরনের বাস্তবতা সত্ত্বেও তরুণরা যে ধরনের রাজনৈতিক ধারা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আমরা বলছি বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। সেই সংবিধান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো সরকার আর কোনো নির্বাচনে ম্যান্ডেট নাই যে নতুন সংবিধান তৈরি করে দিতে পারবে।