টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে গরু ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় গেড়াই-সখীপুর সড়কের বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।
জানা গেছে, টাঙ্গাইল জেলার অন্যতম বৃহৎ গরুর হাট উপজেলার কাইতলা গরুর হাট। শনিবার ছিল সাপ্তাহিক হাটবার। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজ শেষ করে সন্ধ্যায় প্রাইভেটকারে ফিরছিলেন। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ গাড়ি ব্যবসায়ীদের প্রাইভেটকারের গতিরোধ করে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ডাকাতরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায় বলে গরু ব্যবসায়ীরা জানান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।