লিবিয়ার বেনগাজি থেকে বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল সকালে লিবিয়ার বোরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশে ফেরা বাংলাদেশিদের স্বাগত জানান।
ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএমের সহায়তায় বেনগাজি থেকে বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়েছে। আইওএম থেকে ভাড়াকৃত লিবিয়ার বোরাক এয়ারের একটি ফ্লাইট বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বুধবার বিকাল সাড়ে ৫টায় উড্ডয়ন করে। দূতাবাস আরও জানায়, আগামী ২৬ মার্চ দেশ?টি থেকে আরও ১৬০ জনের মতো বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। বিপদগ্রস্ত এসব বাংলাদেশিকে নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।