পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল আন্তনগর ট্রেনের ২৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকেটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ১ কোটি ২৩ লাখ বার হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। এ সময় ঢাকাসহ সারা দেশে টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের। উত্তরের বিভিন্ন জেলাসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যের টিকিট মুহূর্তেই শেষ হয়েছে গতকাল। বাংলাদেশ রেলওয়ে সূত্র গতকাল এসব তথ্য জানায়। তথ্য অনুযায়ী, সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি। জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন ছিল ১ লাখ ৭৫ হাজার ৬৩০টি। এদিকে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো বিলম্বে ছেড়েছে গতকাল। সকালে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এ বিলম্ব হয় বলে জানা গেছে।