এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে জাতীয়করণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন জুয়েল অনুষ্ঠান সঞ্চালনা করেন। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করবেন তারা। এ ছাড়া ১৬ মার্চ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। এর পরও জাতীয়করণ দাবি মেনে নেওয়া না হলে ঈদুল ফিতরের পরে কঠোর কর্মসূচি দেবেন শিক্ষক-কর্মচারীরা।
অনুষ্ঠানে গতকাল আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, উপদেষ্টাম লীর অন্যতম সদস্য আলহাজ আলী আহামেদ, অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহসভাপতি বেগম নূরুন্নাহার প্রমুখ।