যশোরে পৃথক ঘটনায় ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। ভাই খুনের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলার ইছালী ইউনিয়নের যুগী মাঠপাড়ায় শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তার আপন চাচাতো ভাইয়েরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান তিনি। যশোর কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাসেল (২৫), বিল্লাল (৪৫) ও এখলাস (৪০) নামে তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন সম্পর্কে আপন ভাই এবং তারা নিহত শহিদুল ইসলামের আপন চাচাতো ভাই। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে গতকাল ভোররাতে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিজের ছেলে মোহাম্মদ রবিনের (২১) হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই রবিন পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহরির সময় রবিন ধারালো গাছি-দা দিয়ে তার বাবার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায়, নিহত শরিফুল বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন। ছেলে রবিনও সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। বেশ কিছুদিন ধরেই বাবা-ছেলের সংসারে বনিবনা হচ্ছিল না। যার পরিপ্রেক্ষিতে ১৫-১৬ দিনে আগে শরিফুল ইসলাম ছেলে রবিনকে পারিবারিকভাবে আলাদা করে দেন। নিহত শরিফুলের ভাই গোলাম মোস্তফা বলেন, আলাদা হওয়ার পর থেকে তারা ভালোই ছিলেন। হঠাৎ করে রবিন কেন এরকম করল, তারা বুঝতে পারছেন না। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
শিরোনাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- লামায় পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় ২৫ জন আহত
- প্রশাসনের হস্তক্ষেপে মানিকগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
- কেন ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম?
- জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পেয়েছি : চিফ প্রসিকিউটর
- তুচ্ছ ঘটনায় মা-ভাইকে কুপিয়ে জখম
- উল্লাপাড়ায় ট্যাংকলরী-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪
- নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার
- ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা
- নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
- নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা: আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
- স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্ত্রী খুনের অভিযোগ
- নগরকান্দায় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন
- টাঙ্গাইলে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- তেঁতুলিয়ায় বন্ধু ৯৩’ এর ঈদ পুনর্মিলনী
- এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষা বোর্ড
- ১০০ শয্যার জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার হাসপাতাল, গাইবান্ধায় ক্ষোভ
- বগুড়ায় অগ্নিকাণ্ডে গবাদী পশুসহ মালামাল পুড়ে ছাই
- জনশূন্য দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প
যশোরে ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাই খুন
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর