নেত্রকোনার দুর্গাপুরে একটি খামারের পাহারাদারকে হত্যার পর সাতটি গরু নিয়ে গেছে ডাকাত দল। শ্যামগঞ্জ-দুর্গাপুর সীমান্ত সড়কের দুর্গাপুর কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকার মাহবুবুল হকের খামারে বুধবার ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, ডাকাতরা খামারের পাহারাদার ৬৫ বছর বয়সি জয়নাল মিয়াকে হত্যার পর পিলারের সঙ্গে বেঁধে রেখে যায়। তারা খামারের ১১টি গরুর মধ্যে সাতটি গরু নিয়ে যায়। সকালে স্থানীয়রা গিয়ে দেখেন জয়নাল মিয়ার হাত মুখ পিলারের সঙ্গে বাঁধা অবস্থায় দেখে পুলিশে জানায়।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পাহারাদার হত্যার বিষয়টি স্বীকার করে ডাকাতির বিষয় এড়িয়ে যান। তিনি বলেন পাহারাদার জয়নাল মিয়াকে হত্যা করে বেঁধে রাখা হয়েছে। তবে এটি অন্য ঘটনা এমন ইঙ্গিত দিয়ে বলেন খতিয়ে দেখা হচ্ছে।